হৃদপিণ্ডে অস্ত্রোপচার রামবিলাস পাসোয়ানের
গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।কিন্তু শনিবার সন্ধে থেকে নতুন কিছু সমস্যা দেখা দেওয়ায় গভীর রাতে তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করতে হয়েছে। রবিবার কাকভোরে টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর ছেলে তথা লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান।চিরাগ আরও জানিয়েছেন, ৭৪ বছর বয়সী রামবিলাসকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর আরও একটি অস্ত্রোপচার হতে পারে। বাবার কারণেই তিনি আগামী কয়েক দিনের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন বলে জানিয়েছেন চিরাগ।রামবিলাস দীর্ঘদিনের রাজনীতিক। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন এই দলিত নেতার। ইউপিএ সরকারেরও ভারী শিল্প দফতরের মন্ত্রী ছিলেন তিনি।বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান। সামনেই বিহারের ভোট। যেহেতু রামবিলাসের দল জেডিউ বিজেপির সঙ্গে জোটে রয়েছে তাই তাঁর এই অসুস্থতা এনডিএ-এর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।ইতিমধ্যেই বিহার ভোটে ৫০-৫০ ফর্মুলায় প্রার্থী দেওয়ার বিষয় স্থির করে ফেলেছে বিজেপি-জেডিইউ। কিন্তু রামবিলাসের লোক জনশক্তি পার্টি কত আসনে লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি।